১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

প্রাক-বাজেট আলোচনায় বসছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক:

আগামী অর্থবছরের (২০১৮-১৯) বাজেট প্রণয়নের নীতিগত দিক সম্পর্কে মতবিনিময়ের উদ্দেশ্যে বরাবরের মতো এবারও খাতভিত্তিক প্রাক-বাজেট আলোচনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী রোববার (১ এপ্রিল) শুরু হবে এ প্রাক বাজেট আলোচনা।

আগামী অর্থবছরের বাজেটকে অংশগ্রহণমূলক ও গণমুখী করতে সংশ্নিষ্টদের সঙ্গে সংলাপের জন্য এ আলোচনা করা হবে বলে জানিয়েছে এনবিআর।

এরই অংশ হিসেবে আগামী রোববার প্রথম দিনে সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বারভিডার সঙ্গে আলোচনা করা হবে। ২ এপ্রিল ফরেন চেম্বার, ৩ এপ্রিল বাংলাদেশ চেম্বার ও ঢাকা চেম্বার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ৩০, ২০১৮ ১১:৪৭ পূর্বাহ্ণ