নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করছেন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বিএনপির চেয়ারপারসনের উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলটির সিনিয়র নেতা ও আইনজীবীদের নিয়ে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এবং দুদকের সাজা বাড়ানোর আবেদনের বিষয়ে আলোচনা করা হয়।সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি তুলে ধরবেন বলে জানা গেছে।এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা ছিল মির্জা ফখরুলের। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে তাকে দেখা করতে দেয়া হয়নি।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের নির্জন কারাগারে আছেন। এর মধ্যে গত ২৮ মার্চ তাকে ঢাকার বিশেষ আদালত-৫ ও কুমিল্লার একটি আদালতে হাজির করার কথা থাকলেও কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। এ জন্য দলের মহাসচিবকেও তার সঙ্গে গতকাল দেখা করতে দেয়া হয়নি।
অথচ এ পর্যন্ত তাকে চিকিৎসার জন্য কোনো হাসপাতালেও ভর্তি করা হয়নি। তাই বিএনপির আইনজীবী ও দলীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে বলেও দলীয় সূত্রে জানা গেছে।
দৈনিক দেশজনতা/এন এইচ