১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

শুক্রবার আত্মপ্রকাশ করবে আরও একটি রাজনৈতিক জোট

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার গণফ্রন্টসহ নিবন্ধনভুক্ত কয়েকটি দলের সমন্বয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। বৃহস্পতিবার গণফ্রন্টের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট কনিকা মাহফুজ আরা বেগমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে সভাপতিত্ব করবেন গণফ্রন্টের চেয়ারম্যান ও জাতীয় কর আইনজীবী সমিতির সভাপতি জাকির হোসেন।

এ রাজনৈতিক জোটে গণফ্রন্টসহ কয়েকটি নিবন্ধিত দলের সমন্বয়ে নতুন জোট প্রতিষ্ঠা করা হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ৯:৩০ অপরাহ্ণ