১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৭

সজল-মেহজাবিন’র ‘কল ওয়েটিং’

বিনোদন ডেস্ক:

‘কল ওয়েটিং’ শিরোনামের একটি নাটকে আবারও একসঙ্গে অভিনয় করলেন বর্তমান সময়ের জনপ্রিয় টিভি অভিনয়শিল্পী আব্দুন নূর সজল ও মেহজাবিন চৌধুরী।

নাটকের গল্পে দেখা যাবে, ‘বাবা-মা হারা ‘সেমস’ নামের এক তরুণ সামাজিক কাজ নিয়েই ব্যস্ত থাকে। পরিবার বলতে তার বড় ভাই ও ভাবি। তার নিজের একটি সংস্থা রয়েছে। যার মাধ্যমে বঞ্চিত ও পথচারী শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করা ও সমাজকে পরিষ্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে কাজ করে থাকে। সবকিছু ঠিকঠাকই চলছে কিন্তু সেমস-এর সমস্যা হলো কাউকে ফোন দিয়ে কল ওয়েটিং পেলেই চূড়ান্ত আকারের ক্ষেপে যায় সে। শুধু তাই নয় মোবাইল ভেঙে পর্যন্ত ফেলে। তার সংস্থার সাথে যারা জড়িত মিম তাদেরই একজন। সেমসকে মিম ভীষণ পছন্দ করলেও কখনো জানতে দেয়নি। অন্যদিকে মনি নামের একটা মেয়ের সাথে প্রেম করে সেমস। এমন নানা ঘটনার মধ্যে দিয়ে এগিয়েছে নাটকটির কাহিনি।’

নাটকের গল্পে সেমস চরিত্রটি রূপায়ন করেছেন সজল। আর মিম চরিত্রে দেখা যাবে মেহজাবিনকে। সোহেল আলীর রচনা ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন সুমন পাটোয়ারী, চন্দ্র মনি, অনিক খান, সুমন আলী প্রমুখ। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টায় আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ৯:২৬ অপরাহ্ণ