স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়া দল থেকে নিষিদ্ধ হয়ে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট দেশে ফিরে গেছেন। এছাড়া শাস্তি আসার আগেই অধিনায়ক এবং সহ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন স্মিথ-ওয়ার্নার। এবার অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেম্যানও কোচের পদ থেকে পদত্যাগ করলেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান্ডারার্সে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এই ম্যাচ পরই দলকে কোচিং করানোর দায়িত্ব ছেড়ে দেবেন অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো এই কোচ।
অস্ট্রেলিয়া দলের কোচ লেম্যান স্মিথ-ওয়ার্নারের দ্বিতীয় সুযোগ দেওয়ার আবেদন করেছিলেন। তবে সেই সুযোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত আসার আগেই দলের দায়িত্ব ছেলে দিলেন তিনি। এ বিষয়ে অসি কোচ বলেন, ‘স্মিথ এবং ব্যানক্রফটের সংবাদ সম্মেলনের পরই আমার মনে হয়েছে কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার এটাই সঠিক সময়।’
অস্ট্রেলিয়া দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করার ব্যাপারে লেম্যান বলেন, ‘অস্ট্রেলিয়া দলকে পাঁচ বছর কোচিং করানোর সময় দলের খেলোয়াড় এবং স্টাফরা দারুণ সহযোগিতা করেছেন। তাদের সকলকে ধন্যবাদ।’
অস্ট্রেলিয়া দল নিয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া দলকে আমরা সকলে মিলে অনেক উচ্চতায় নিয়ে গেছি এবং দারুণ উত্তেজনাপূর্ণ কিছু ম্যাচ খেলেছি। অস্ট্রেলিয়া দলকে কোচিং করানো আমার জন্য দারুণ এক অভিজ্ঞাতা।’ এসময় অস্ট্রেলিয়ার মানুষ স্মিথ-ব্যানক্রফটদের ক্ষমা করে দেবেন বলেও আশা ব্যক্ত করেছেন এই কোচ।
দৈনিক দেশজনতা /এন আর