অনলাইন ডেস্ক:
এ বছর বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চকে “বাংলাদেশ দিবস” হিসেবে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি’র মেয়র মুরিয়েল বাউজার।
দূতাবাস সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে মেয়র তার প্রতিনিধিকে পাঠিয়ে বাংলাদেশ দিবস সংক্রান্ত ঘোষণাপত্রটি রাষ্ট্রদূতের হাতে তুলে দেন।
ওই ঘোষণাপত্রে বলা হয়, এই দিনে বাংলাদেশের জনগণ তাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন। সেই সাথে তারা স্মরণ করেন মুক্তিযোদ্ধাদের বীরত্বকে যা তাদের দেশের জন্য স্বাধীনতা এনে দিয়েছিল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে গণতান্ত্রিক, সহনশীল, বহুত্ববাদী ও উদার রাষ্ট্রের উদাহরণ হিসেবে মূল্যায়ন করে। বাংলাদেশের বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।
তাই আমি ওয়াশিংটন ডিসি’র মেয়র এই বিশেষ দিনে বাংলাদেশের রাষ্ট্রদূত ও তার দেশের জনগণকে অভিনন্দন জানাই। সেই সাথে ২০১৮ সালের ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করছি।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

