স্পোর্টস ডেস্ক:
বল টেম্পারিংয়ের দায়ে জাতীয় দল এবং আইপিএল থেকে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু ২০১৮ সালের টি২০’র এই আসরে খেলতে না পারায় তার পরিবর্তে কেন উইলিয়ামসনকে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে।
আগামী মাসের ৭ এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএলে সানরাইজার্সের নেতৃত্ব দেবেন তিনি। এর আগে বল টেম্পারিংয়ের দায়ে অভিযুক্ত আরেক অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথের জায়গায় রাজস্থান রয়্যালসের অধিনায়ক করা হয়েছে আজিঙ্কা রাহানেকে।
সানরাইজার্স হায়দরাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আইপিএলের এবারের আসরে কেন উইলিয়ামসনকে অধিনায়কের দায়িত্ব দিতে পেরে আমরা খুশি।’ নিউ জিল্যান্ড দলের অধিনায়ক উইলিয়ানসন হায়দরাবাদের অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণে সম্মতি জানিয়ে বলেন, ‘আমি এ বছর দলটির দায়িত্ব নিচ্ছি। প্রতিভাবান কিছু খেলোয়াড়দের নেতৃত্ব দেওয়ার এমন সুযোগে আমি উত্তেজিত। নেতৃত্বের চ্যালেঞ্জ নিতে আমি মুখিয়ে আছি।’
তিনি বলেন, ‘ওয়ার্নার মানুষ হিসেবে খারাপ না। কয়েকজন খেলোয়াড় একটু বেশিই ভুল করে ফেলেছে। ওয়ার্নার নিজেও এটার জন্য হতাশ। আমি মনে করি সে খারপ মানুষ না।’
দৈনিক দেশজনতা /এন আর