১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

সাকিব-মাহমুদউল্লাহর লড়াই আজ

স্পোর্টস ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ চললেও ম্যাচ খেলার সুযোগ নেই সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের। সুপার লিগে উঠতে পারেনি সাকিবের মোহামেডান, মাহমুদউল্লাহর প্রাইম ব্যাংক ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এ তিন ক্লাবের ক্রিকেটাররা বিসিবি সবুজ ও বিসিবি লাল দলে ভাগ হয়ে আজ টি-টোয়েন্টি ফরম্যাটে দিবারাত্রির প্রস্তুতি ম্যাচ খেলবেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল ৫টায়।
ম্যাচটির জন্য গতকাল দুটি দল ঘোষণা করেছে বিসিবি। প্রতি দলে রয়েছেন ১৩ জন করে ক্রিকেটার। বিসিবি সবুজ দলের নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির পর পিএসএলে ম্যাচ খেলে দেশে ফিরেছেন তিনি। বিসিবি লাল দলের অধিনায়ক সাকিব। আগামী মাসেই আইপিএল খেলতে যাবেন সাকিব। আইপিএলের প্রস্তুতি হিসেবে ম্যাচটি সাহায্য করবে বিশ্বসেরা অলরাউন্ডারকে। যদিও বাড়িতে ছুটি কাটানো মুস্তাফিজুর রহমান আজ ম্যাচটি খেলছেন না।
বিসিবি সবুজ দল
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদি মারুফ, আল আমিন জুনিয়র, সাদমান ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, ইরফান শুক্কুর, তাইজুল ইসলাম, শুভাশীষ রায়, দেলোয়ার হোসেন, এবাদত হোসেন, শরীফুল ইসলাম ও সাঈদ সরকার।
বিসিবি লাল দল
সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, জাকির হাসান, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, কাজী অনীক, মোহাম্মদ আজিম, রায়হান উদ্দিন, জনি তালুকদার ও সাব্বির হোসেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৯, ২০১৮ ১০:১৬ পূর্বাহ্ণ