সিলেট প্রতিবেদক:
তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (২৮ মার্চ) বেলা আড়াইটার দিকে মৌলভীবাজার কুলাউড়া ও বরমচাল রেলস্টেশনের মধ্যবর্তী আনফানাই রেল ব্রিজের কাছে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
কুলাউড়া স্টেশন মাস্টার মো. মফিজুল ইসলাম জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি তেলবাহী ট্রেনের বগি (ওয়াগন) লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম তথা সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
তিনি জানান, খবর পেয়ে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। ২-৩ ঘণ্টার মধ্যে উদ্ধারকাজ সম্পন্ন হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
দৈনিক দেশজনতা /এন আর