২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:২২

বঙ্গভবনে রাষ্ট্রপতির সান্নিধ্যে সাকিব

স্পোর্টস ডেস্ক

আপাতত বাংলাদেশের জাতীয় দলের কোন খেলা নেই। প্রিমিয়ার ডিভিশন টুর্নামেন্ট চলমান থাকলেও সেখানে নেই সাকিব আল হাসান। কারণ তার দল উঠতে পারেনি টূর্নামেন্টের সুপার লিগে। তাই আপাতত অবসর সময় কাটাচ্ছেন জাতীয় দলের টি-টেস্ট ও টোয়েন্টি অধিনায়ক।

এবার পরিবার-পরিজন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সান্নিধ্যে সাকিব আল হাসান। স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং কন্যা আলাইনা হাসান অব্রিকে নিয়ে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করলেন সাকিব।

এ সময় রাষ্ট্রপতি সাকিবকে অভিনন্দন জানান। সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘটনার কয়েকটি ছবি পোস্ট করেন। রাষ্ট্রপতি এবং তার স্ত্রীর সঙ্গে ছবি তোলেন সাকিব, তার স্ত্রী ও কন্যা।

সেখানে তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘আমি আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে চাই, গতকাল রাতে আমাদের উদ্দেশ্যে দারুণ আতিথিয়েতার জন্য। তার সঙ্গে খুবই আনন্দঘন একটি মিটিং ছিল, সঙ্গে ডিনারও। অসাধারণ ব্যক্তিত্ববান মানুষ তিনি। আমি সত্যি সম্মানিত।’

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি প্রকাশ করেছেন সাকিবের স্ত্রী। সেখানে তিনি রাষ্ট্রপতির প্রতি তার মুগ্ধতার কথা জানিয়েছেন।

শিশিরের ভাষ্য, আবদুল হামিদ ‘মাটির মানুষ’। তার আতিথেয়তায় তারা সম্মানিত বোধ করেছেন। বঙ্গভবনে কাটানো মুহূর্তগুলো ফ্রেমবন্দী করে ফেসবুকে শিশির লিখেন, ‘গত রাতের কথা। আমাদের সম্মানিত রাষ্ট্রপতির বাসভবনে ডিনারের দাওয়াতে। তিনি নিরহংকার ও মাটির মানুষ।’

এ সময় সাকিব ও তার স্ত্রীকে হাস্যোজ্জ্বল পরিবেশে দেখা যায়।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ৭:০৪ অপরাহ্ণ