১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

চাঁদপুরে হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরে মাসুদ রানা হত্যা মামলায় ৩ জনের ফাঁসির দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- চাঁদপুর মতলব উত্তর উপজেলার সুফিয়ান আহমেদ ওরফে শিবির, সাইফুর ইসলাম ওরমে সুজন ও মো. শরীফ সরদার।

রায় ঘোষণার সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি মাসুদ রানাকে হত্যা করে আসামিরা। এ ঘটনায় তার ভাই ফারুক ব্যাপারী মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩০ মে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিলে মামলার বিচারকাজ শুরু হয়।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৮, ২০১৮ ৫:৪২ অপরাহ্ণ