নিজস্ব প্রতিবেদক:
দেশে দুর্নীতির মাত্রা কিছুটা কমেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দেশ থেকে দুর্নীতি পুরোপুরি দূর করতে হলে এর বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, আমাদের দেশ থেকে অর্থ পাচার হচ্ছে। এটা রোধ করতে হবে। যারা জনগণের অর্থ পাচার করছে তাদের বিরুদ্ধে এ বছর থেকেই কঠোর অবস্থান নেওয়া হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসহ সব রকম পরিসেবাকে দুর্নীতিমুক্ত করা হবে।
পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ব্যাপারে সরকার পদক্ষেপ নিচ্ছে জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, এরপরও আমরা নজরদারিতে রেখেছি। প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান অব্যাহত থাকবে। তাদের ক্ষমা নেই।
দৈনিক দেশজনতা /এন আর