১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২২

এবার বাঘের মুখোমুখি কোহলিরা

অনলাইন ডেস্ক:

আগামী মাসের ১ তারিখ থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইতিমধ্যে ইংল্যান্ডে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। আট দলের অংশগ্রহণে বৈশ্বিক এই টুর্নামেন্টটির পর্দা উঠবে বাংলাদেশ এবং স্বাগতিক ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে।

আর চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে প্রথম প্রস্তুতি ম্যাচে শনিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে টাইগাররা। সেই ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে তামিম ইকবালের অনবদ্য সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৪১ রানের বিশাল সংগ্রহ দাঁড়া করায় মাশরাফি বাহিনী। জবাবে শেষ ওভারে ২ উইকেটের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
এবার টুর্নামেন্টের চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামার আগে মঙ্গলবার দ্বিতীয় এবং শেষবারের মতো নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। এদিন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৩০ মিনিটে। এদিকে ভারতের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচের একাদশ সম্পর্কে এখনই কিছু জানা যাচ্ছে না। তবে এই ম্যাচে নিজকে পরখ করে নিতে মাঠে নামতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :মে ২৯, ২০১৭ ৪:৫৮ অপরাহ্ণ