নিজস্ব প্রতিবেদক:
সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের কথা জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারে ১৪ দলের প্রতিনিধি থাকবে কি না বড় কথা নয়, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো নিয়ে নির্বাচনকালীন সরকার হতে পারে। তবে এর আকার হবে ছোট। যা হবে প্রধানমন্ত্রী করবেন। এটা তার এখতিয়ার।
তিনি বলেন, এখন বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার। গতবার তাদেরকে নির্বাচনকালীন সরকারে ডাকা হয়েছিল। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর অফার দেওয়া হয়েছিল। কিন্তু তারা সাড়া দেননি। এখন তারা সাড়া না দিলেই কী আর না দিলেই কী।
দৈনিকদেশজনতা/ আই সি