১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৪

রেইন-ট্রির ধর্ষণ মামলায় সাদমানের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানীতে রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্স মালিকের ছেলের বন্ধু সাদমান সাকিফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. সফিউল আজম আসামি পক্ষের জামিন শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন মামলার দুই সাক্ষী আকবর হোসেন এবং জে বি আর রোজয়ারী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এ নিয়ে তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। সাক্ষ্যগ্রহণ শেষে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী বলেন, ‘গত ১৪ মার্চ এ মামলার আসামি বিল্লাল হোসেনকে জামিন দিয়েছেন আদালত।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে এ মামলার বাদীসহ তিন জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। গত বছরের ১৬ অক্টোবর মামলাটিতে বাদীপক্ষের সাক্ষ্য দেওয়া শুরু হয়। সাক্ষ্য গ্রহণের সময় কারাগারে থাকা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজন আদালতে হাজির ছিলেন।’

গত বছরের ১৩ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল।

গতবছরের ২৮ মার্চ ধর্ষণের ঘটনায় ৬ মে এক তরুণী বনানী থানায় এ ধর্ষণ মামলা দায়ের করেন। এর পাঁচদিন পর ১১ মে সিলেট থেকে প্রধান আসামি সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফকে এবং ১৮ মে নাঈমকে মুন্সীগঞ্জের লৌহজং থেকে গ্রেফতার করে পুলিশ।

বনানীর বিলাসবহুল রেইন-ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানিয়ে ওই দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাঁচজনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, আসামি সাফাত ও নাঈম ওই দুই তরুণীর বন্ধু। জন্মদিনের পার্টিতে দাওয়াত দিয়ে হোটেলে নেওয়ার পর সাফাত ও নাঈম হোটেলের একটি কক্ষে নিয়ে রাতভর দুই তরুণীকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন। অন্য তিন আসামির বিরুদ্ধে ধর্ষণে সহায়তা ও ভিডিও ধারণের অভিযোগ আনা হয়।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ৭:১১ অপরাহ্ণ