১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৩

ঢাকা মহানগর মহিলা কলেজে শিক্ষার্থীদের তালা

নিজস্ব প্রতিবেদক:

উচ্চমাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) প্রবেশপত্রের বিনিময়ে ঢাকা মহানগর কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত টাকা নেয়ায় কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বাড়তি টাকা আদায়ের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টা থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাংচুর করে। খবর পেয়ে পরিস্থিতি মোকাবিলায় পুলিশ এসে তাদের শান্ত করে। এরপর কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী প্রতিনিধি ও অভিভাবকদের সঙ্গে আলোচনায় বসে টাকা ফেরত দিতে রাজি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, যে কোনো পরীক্ষার প্রবেশপত্র দেয়ার সময় কলেজ কর্তৃপক্ষ কোনো কারণ ছাড়াই বাড়তি টাকা আদায় করে। এবারও টাকা চেয়েছে। কারও কাছ থেকে পাঁচ হাজার, কারও কাছ থেকে তিন হাজার। নুশরাত নামে এক বিক্ষুব্ধ শিক্ষার্থী বলেন, ‘আমার কাছে পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি।’

অহনা নামে অপর এক শিক্ষার্থী বলেন, ‘এর আগেও বিভিন্ন পরীক্ষার সময় টাকা চাওয়া হয়েছে। আমার কাছ থেকে তিন হাজার টাকা চাওয়া হয়েছে। টাকা না দিলে প্রবেশপত্র দেওয়া হবে না বলে জানিয়েছে।’ ওই শিক্ষার্থী অভিযোগ করে আরও বলেন, কলেজের অধ্যক্ষ আফসানা হাসান প্রবেশপত্র দেয়ার সময় এই বাড়তি টাকা নিয়ে থাকেন।

আজ (মঙ্গলবার) প্রবেশপত্র দেয়ার কথা ছিল কিন্তু দেয়া হয়নি। অথচ ২ তারিখে আমাদের পরীক্ষা শুরু।’ তৃপ্তি নামে অপর এক শিক্ষার্থী বলেন, টাকা না দিয়ে অ্যাডমিট নিলে নাকি ব্যবহারিকে মার্ক দেয়া হবে না। এমনকি বোর্ড থেকে নাকি ফেল করিয়ে দেবে। অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষ আফসানা হাসান সাংবাদিকদের বলেন, ‘নিয়মের বাইরে কোনো টাকা নেয়া হয়নি। বিষয়টি মীমাংসা হয়েছে। কারও কাছ থেকে আর টাকা নেয়া হবে না। আগে যাদের টাকা নেয়া হয়েছে তা ফেরত দেয়া হবে।’

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ৭:০৬ অপরাহ্ণ