১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৬

চাঁপাইনবাবগঞ্জে ভাই হত্যার দায়ে মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই শফিউল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর নুনগোলার হাদিসুল ইসলামের ছেলে শফিউল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আঞ্জুমান আরা মামলার বিবরণ দিয়ে জানান, পারিবারিক বিরোধের জের ধরে ২০১৩ সালের ২৫ মে শফিউল ইসলাম তার বড় ভাই বগুড়া সেনানিবাসের তৎকালীন কর্পোরাল শহিদুল ইসলামকে তাদের বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত সেনা সদস্য শহিদুলের স্ত্রী ইয়াসমিন জান্নাত বাদী হয়ে ওই দিনই গোমস্তাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে শফিউল ইসলামকে অভিযুক্ত করে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা গোমস্তাপুর থানার এসআই সাইদুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে মঙ্গলবার দুপুরে আদালত শফিউল ইসলামকে মৃত্যুদণ্ডের সাজা দেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ৬:০০ অপরাহ্ণ