স্পোর্টস ডেস্ক:
তৃতীয় সাউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ-২০১৮তে ব্যক্তিগত পুরুষ রিকার্ভ ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন ইব্রাহিম শেখ রেজওয়ান। রোমান সানাকে ৬-২ সেটে হারিয়ে এ পদক জিতেছেন তিনি।
মঙ্গলবার বিকেএসপিতে প্রথমে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই আর্চার ইব্রাহিম-সানার মধ্যে। তবে শেষ পর্যন্ত সানাকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়নশিপের প্রথম স্বর্ণ জেতেন ইব্রাহিম।
সবে এসএসসি পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম। প্রথম স্বর্ণ জয়ের অনুভূতি জানিয়ে ফরিদপুরের এ আর্চার বলেন, প্রতিটা তীর মারার সময় বুক কাঁপছিল। রোমান ভাইকে হারাতে পারব কল্পনাও করিনি। আমি আমার মতো খেলতে চেয়েছি। শেষ পর্যন্ত ফলটা আমার পক্ষেই এসেছে। ভীষণ ভালো লাগছে।
ইব্রাহিমের হাত ধরেই এবারের আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথম স্বর্ণ পদক জিতল বাংলাদেশ।
আজচ্যাম্পিয়নশিপের শেষ দিন। ১০ স্বর্ণ, সমানসংখ্যক রৌপ্য ও ব্রোঞ্জের লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
দৈনিক দেশজনতা/এন এইচ