১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:০০

বন্ধুভাগ্য মেষ রাশিতে,ধনুতে আর্থিক লাভ

মেষ রাশি: (২১ মার্চ – ২০ এপ্রিল) প্রত্যাশিত আর্থিক মুনাফার সম্ভাবনা। সন্তানদের বিষয়ে সুখবর পাবেন। সম্ভবত আজ কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব হবে যারা ভবিষ্যতে উপকারে আসবে। সামাজিক কারণে বিভিন্ন জায়গায় যেতে পারেন। প্রেম নিয়ে সমস্যার যোগ। জীবিকা ক্ষেত্রে আর্থিক মুনাফার সম্ভাবনা। যাত্রাযোগ শুভ।

বৃষ রাশি: (২১ এপ্রিল – ২১ মে) পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদের সম্ভাবনা। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে এবং আইনি বিষয়গুলিতে সাবধান থাকুন। অধিক খরচের সম্ভাবনা। জীবিকা ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হলেও সহায়তা পাবেন। প্রেমেযোগ মিশ্র। রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান। কোনো প্রিয় বস্তু নষ্ট হওয়ার জন্য মনে কষ্ট বাড়তে পারে।

মিথুন রাশি: (২২মে – ২১ জুন)পারিবারিক পরিবেশ ইতিবাচক থাকবে। প্রিয়জনদের কাছ থেকে কিছু উপহার প্রত্যাশা করতে পারেন। ঊর্ধ্বতনরা কাজে সন্তুষ্ট হবেন। অনুকূল পরিস্থিতি কাজে লাগিয়ে কাজগুলো সম্পন্ন করতে সক্ষম হবেন। প্রেমে সফল হবেন এবং মানসিকভাবেও শান্ত থাকবেন। যাত্রাযোগ মিশ্র।

কর্কট রাশি: (২২ জুন – ২২ জুলাই) পারিবারিক পরিবেশে অস্থিরতা বজায় থাকবে। দৈনন্দিন কাজগুলি সম্পন্ন করতে না পারায় হতাশায় ভুগবেন। আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বাড়ি ও কর্মক্ষেত্রের বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। প্রেম নিয়ে মতবিরোধ হতে পারে। যাত্রাযোগ শুভ।

সিংহ রাশি: (২৩ জুলাই – ২৩ আগস্ট) দিনটি সৌভাগ্যময়। নানারকম আনন্দসূচক আলোচনার মধ্যে লিপ্ত থাকবেন। হারানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে যথাসাধ্য চেষ্টা করবেন। এটিতে আর্থিক লাভও হতে পারে, কারণ এই বন্ধুদের সঙ্গে নতুন ব্যাবসায়িক সম্পর্ক শুরু করতে পারেন। ব্যবসার জন্য এটি ভালো সময় কারণ মূলধন বাড়বে, কাজে সাফল্য পাবেন।

কন্যা রাশি: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র নিয়ে কাজ করার সময় সাবধান থাকুন। সম্ভব হলে যাত্রা পরিত্যাগ করুন। পারিবারিক পরিবেশ স্থিতিশীল থাকবে না। দাম্পত্য বা প্রেম নিয়ে এমন কোনো পরিস্থিতিতে জড়াবেন না যেটি অপমানজনক হতে পারে।

তুলা রাশি: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) ছাত্রদের জন্য দিনটি কঠিন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা সমস্যায় ফেলবে। প্রেম নিয়ে সাবধান থাকুন। সারাদিন স্মৃতিচারণায় ডুবে থাকতে পারেন। বুদ্ধিজীবী আলোচনায় না যোগ দেওয়াই ভালো। যাত্রাযোগ শুভ।

বৃশ্চিক রাশি: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) সন্দেহ ও হতাশা মাথায় চেপে বসবে। এতে হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠবে। কোনো কারণবশত কাজে এক নতুন বাধার সম্মুখীন হবেন। সহকর্মীদের কাছ থেকে খুব সামান্যই সহযোগিতা পাবেন। প্রেমের সমস্যায় হতাশ হবেন। যাত্রাযোগ শুভ।

ধনু রাশি: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) প্রিয়জনদের সঙ্গে দিনটি বেশ আনন্দেই কাটাবেন। কর্মক্ষেত্রে আর্থিক লাভ হবে। মা-বাবার কাছ থেকে লাভ হওয়ারও সম্ভাবনা। প্রেমের সফলতায় আনন্দিত হবেন। সামাজিক মর্যাদা অর্জন করবেন। ভোগ বিলাস বাড়তে পারে।

মকর রাশি: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। গাছাড়া ভাব মানহানি ঘটাতে পারে। মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত বোধ করবেন। সাবধানে কথাবার্তা বললে ঝামেলা এড়িয়ে চলতে পারবেন। মাত্রাতিরিক্ত খরচ না করাই ভালো। প্রেমযোগ শুভ।

কুম্ভ রাশি: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) ছাত্ররা যারা বিদেশে পড়াশোনায় ইচ্ছুক তাদের জন্য সময়টি বেশ ভালো। কোনো ধর্মীয় স্থানে বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে। এই মানসিক আনন্দের প্রভাব কর্মক্ষেত্রেও পড়বে। ফলে প্রচুর কাজের বোঝাও সহজে উঠিয়ে ফলতে পারবেন। লাভের সম্ভাবনা। বিনিয়োগের জন্যও সময়টি ভালো। প্রেমযোগ শুভ।

মীন রাশি: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) প্রেমে ও দাম্পত্যে উদ্দীপনা পাবেন এবং কাজে বাড়তি উদ্যোগ দেখাবেন। পারিবারিক বিষয়ে কোনো আলোচনায় সুফল পাবেন। যদি কোনো সমস্যার সম্মুখীন হন তবে আশা হারাবেন না। ব্যবসার দিক দিয়ে নতুন বিনিয়োগ করতে পারেন। বিদেশে যারা পড়াশুনা করেন তারা ভালো ফল পেতে পারেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ১২:০৭ অপরাহ্ণ