১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪১

সুবিধাবাদী দল আওয়ামী লীগ: মওদুদ আহমদ

নিজস্ব প্রতিবেদক:

সোমবার (২৯ মে) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আওয়ামী লীগকে সুবিধাবাদী রাজনৈতিক দল বলে উল্লেখ করেন। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।

মওদুদ আহমদ বলেন, ‌‘আওয়ামী লীগ অতীতে ভোট পাওয়ার জন্য খেলাফত মজলিশের সাথে ৫ দফা চুক্তি করেছেন। আবারও ভোট পাওয়ার জন্য হেফাজত ইসলামের সাথে যে নাটক, বন্ধুত্ব করার চেষ্টা করছেন। তাতে কোনো লাভ হবে না। তবে একটি কথা প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ সুবিধাবাদী ও ফ্যাসিবাদী রাজনৈতিক দল।’

মওদুদ বলেন, ‘আওয়ামী লীগ মুখে ধর্মনিরপেক্ষতার কথা বলে। জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ধর্মনিরপেক্ষতা একটি আকর্ষনীয় শব্দ। অথচ আওয়ামী লীগ সেটিকে বিশ্বাস করে না। তারা পঞ্চদশ সংশোধনী করেছেন, সংবিধানকে পরিবর্তন করেছেন কিন্তু সংবিধান থেকে বিসমিল্লাহি রাহমানির রাহিম মুছতে পারেননি এবং ইসলাম রাষ্ট্র ধর্ম সেটাও সংবিধান থেকে বের করতে পারেননি। প্রশ্ন দেখা দিয়েছে এটা তাহলে আওয়ামী লীগের কোন ধরনের ধর্মনিরপেক্ষতা?’

দেশের মানুষ পরিবর্তন চায় মন্তব্য করে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘সংবিধানে নির্বাচন বলতে যা বুঝায় বাংলাদেশে ২০১৪ সালে সেই নির্বাচন হয়নি। তাই নির্বাচিত সরকার না হয়েও বিভিন্ন শক্তির প্রশ্রয়-আশ্রয়ে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। কিন্তু দেশের মানুষ কোনো একটি রাজনৈতিক দলকে বেশিদিন ক্ষমতায় দেখতে চায় না। তারা চায় পরিবর্তন। স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরে পেতে চায়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সরকার খুন, গুম, হত্যা চালিয়ে যাচ্ছে মানুষ অবশ্যই পরিবর্তন দেখতে চায়।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জিয়াউর রহমানের মধ্যপন্থী উদার রাজনৈতিক দল বিএনপি সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে খালেদা জিয়া এদেশে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। এর মাধ্যমে দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের রাষ্ট্রপরিচালনায় আসবে। এবং আওয়ামী লীগ গত ৫/৭ বছরে যে অন্যায় অত্যাচার করে গেছেন, যে আইন করে গেছেন সেই সমস্ত আইন পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ করে পঞ্চদশ সংশোধনী আইন।’

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ঢাকা মহানগর বিএনপি (উত্তর) ভারপ্রাপ্ত সভাপতি মুন্সী বজলুল বাসিত আঞ্জু, ঢাকা মহানগর বিএনপি (উত্তর) সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসেইন, স্বেচ্ছাসেবকদলের সভাপতি শফিউল বারী বাবু, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, ছাত্রদল সভাপতি রাজীব আহসান প্রমুখ।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২৯, ২০১৭ ৩:৪৬ অপরাহ্ণ