২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৩৭

কাল ড্যাবের কর্মসূচী উদ্বোধন করবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৩৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করবেন- বিএনপি  চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সোমবার দুপুরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার  সকাল ১০টায় শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ ও দোয়া,  সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ।

মিলাদ মাহফিল ও দোয়া, বাদ জোহর, ঢাকা মেডিকেল কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার জন্য যথাসময়ে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেন সংগঠনটি।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২৯, ২০১৭ ৩:৩৮ অপরাহ্ণ