১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০

চবি ছাত্রদল ৪ নেতাকে পেটালো ছাত্রলীগ

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সভাপতি খোরশেদ আলমকে পিটিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এ সময় আরও তিন ছাত্রদল নেতাও ছাত্রলীগের হামলায় আহত হন। মারধরকারীরা শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হক রুবেল ও প্রয়াত নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দীন চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। সোমবার বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে স্বাধীনতা দিবসের শ্রদ্ধাঞ্জলি জানাতে আসলে এই মারধরের ঘটনা ঘটে।

অাহত অন্যরা হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের আহ্বায়ক নাজমুল হোসাইন ও কলা অনুষদের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে চবি ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মৃতি ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা অগ্রণী ব্যাংকের দিকে গেলে ছাত্রলীগ নেতা মাসুম খান ও রাফির নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা অতর্কিতভাবে ছাত্রদল নেতাদের ওপর হামলা চালায়। এতে ছাত্রদল সভাপতি খোরশেদ আলম আহত হন। তাকে উদ্ধার করতে গেলে আরও ৩ ছাত্রদল নেতা মারধরের শিকার হন। ছাত্রদল সাধারণ সম্পাদক শহিদুল আলম বলেন, স্বাধীনতা দিবসে হামলা করার মধ্য দিয়ে স্বাধীনতার চেতনাতেই আঘাত করলো ছাত্রলীগ। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এদিকে চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হক রুবেল বলেন, শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ক্যাম্পাসে নাশকতা করতে ছাত্রদল আসে। এ সময় ছাত্রলীগ কর্মীরা তাদের প্রতিহত করে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ২৭, ২০১৮ ১১:১৫ পূর্বাহ্ণ