নিজস্ব প্রতিবেদক:
ফাল্গুন বিদায় নিয়ে চৈত্র মাস চলে এলেও দেশের কোথাও এখন পর্যন্ত কালবৈশাখীর দাপট কিংবা ঝুম বৃষ্টি খুব একটা দেখা যায়নি। তবে সোমবার দুপুরের পর রাজধানীর যাত্রাবাড়ী, কমলাপুর, মতিঝিলসহ আশপাশের কিছু এলাকা ও রাজধানীর বাইরে বৃষ্টি হয়েছে। এখনও রাজধানীর আকাশ মেঘে ঢাকা। শুধু রাজধানীই নয়, ঢাকা ও পাশের কয়েকটি জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আজ সকালে পূর্বাভাস দিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু-এক জায়গায় দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দমকা হাওয়া ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি।
আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ঝড়-বৃষ্টি না হওয়ায় গত কয়েক দিনে তাপমাত্রা বেশ বেড়েছে। রাজশাহীতে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তবে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে গতকাল রোববার রাতের ছিটেফোঁটা বৃষ্টি। রাজধানী ঢাকায় ২ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ময়মনসিংহে ১৪ মিলিমিটার। এ ছাড়া শ্রীমঙ্গলে ১৩, নওগাঁর বদলগাছীতে ১০, বগুড়ায় ৯ এবং কিশোরগঞ্জের নিকলীতে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রভাব আজ সকাল থেকেই ছিল। ঝাঁজালো রোদ নেই। আকাশও রয়েছে গুমোট। দুপুরের পর থেকে গুমোট ভাবটা আরও বেড়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ