১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৮

হবিগঞ্জে ২৬০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জে ২৬০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় জেলার বিভিন্ন এলাকার ২৬০ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরবর্তীতে তাদেরকে উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও প্যান্ট দেয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সহকারী কমিশনার বেলায়েত হোসেন প্রমুখ।

 

প্রকাশ :মার্চ ২৬, ২০১৮ ৫:৪৩ অপরাহ্ণ