নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জে ২৬০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় জেলার বিভিন্ন এলাকার ২৬০ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরবর্তীতে তাদেরকে উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও প্যান্ট দেয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী পাঠান, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কুদ্দুছ আলী সরকার, পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সহকারী কমিশনার বেলায়েত হোসেন প্রমুখ।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

