২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৮

চাঁপাইনবাবগঞ্জে ৩৯৬৫ বোতল ফেনসিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার সকালে কানসাট-গোমস্তাপুর আঞ্চলিক সড়কের গোপালনগর মোড় এলাকায় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দের পাশাপাশি ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব।

আটক দু’জন হলেন— নারায়ণগঞ্জের ফতুল্লার বামারবাগ এলাকার আবদুল জলিলের ছেলে মারুফ (২০) ও বরগুনার আমতলি উপজেলার কড়ইবুনিয়া এলাকার মোতালেবের ছেলে রাকিব (৩১)।

র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ জানান, ফেনসিডিলের একটি বড় চালান পাচার হচ্ছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাবের একটি দল গোপালনগর মোড়ে অভিযান চালায়।

তিনি জানান, অভিযানের এক পর্যায়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার ৯৬৫ বোতল ফেনসিডিলসহ পাওয়া যায়। পরে ট্রাকটি জব্দ করা হয় এবং ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ২৬, ২০১৮ ১:৫৮ অপরাহ্ণ