১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০১

প্রবীণ সাংবাদিক রহমান জাহাঙ্গীরের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক রহমান জাহাঙ্গীর আজ সোমবার ভোর ৫টায় রাজাধানীর ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ তিনি ফিনান্সিয়াল এক্সপ্রেসে কর্মরত ছিলেন। এর আগে তিনি ইন্ডিপেন্ডেন্ট ও ডেইলি স্টারেও কর্মরত ছিলেন। তিনি জাতীয় প্রেসক্লাব ও ডিইউজের সদস্য।

আজ দুপুর দেড় টায় জাতীয় প্রেস ক্লাবে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে একজন সাংবাদিক ফেসবুকে লিখেছেন, ‘সদা হাসিখুশি ও প্রাণবন্ত মানুষ ছিলেন প্রবীণ সাংবাদিক রহমান জাহাঙ্গীর ভাই। আদর্শ ও কমিটমেন্টে ছিলেন অবিচল। আমাদের মত পেশায় জুনিয়রদের সঙ্গেও তাঁর ব্যবহার ছিল বন্ধুবৎসল।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৬, ২০১৮ ১:৫৭ অপরাহ্ণ