আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার সাইবেরিয়ার কয়লা খনির শহর কেমেরোভোর একটি শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। নিহতদের অধিকাংশ শিশু এবং আরো অন্তত ১০জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রোববার কেমেরোভোর উইন্টার চেরি কমপ্লেক্সের উপরের তলার একটি মেঝেতে আগুনে সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সময় কমপ্লেক্সের বিনোদন কক্ষে সিনেমা দেখছিলেন। অগ্নিকাণ্ডে হতাহতের শিকার বেশি হয়েছেন সিনেমার দর্শকরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অগ্নিকাণ্ড থেকে বাঁচতে অনেকেই ভবনের জানালা দিয়ে লাফিয়ে পড়ছেন।
তিনি বলেন, ট্রাম্পোলাইন রুমে এক শিশুর কাছে সিগারেট জ্বালানোর লাইটার থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে এবং দ্রুত গান পাওডারের মতো আগুন ছড়িয়ে পড়ে। দেশটির কয়লা উৎপাদনের বৃহৎ অংশ আসে মস্কো থেকে ৩ হাজার ৬০০ কিলোমিটার পূর্বের কেমেরোভো শহর থেকে।
ওই ঘটনার পর আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জরুরি সার্ভিসের প্রায় ৬০০ কর্মকর্তাকে মোতায়েন করা হয়। ১৭ ঘণ্টারও বেশি লড়াই চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
দৈনিক দেশজনতা/এন এইচ