ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর আজ একদিনের জন্য সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বন্ধ ঘোষণা করা হয়।
তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দু’দেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা মালামাল না নেয়ার সিদ্ধান্তে সব আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল ২৭ মার্চ মঙ্গলবার থেকে যথারীতি স্থলবন্দরে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম চলবে বলে জানান তিনি।
দৈনিকদেশজনতা/ আই সি