১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৭

ভালুকায় বিস্ফোরণ: বাড়ির মালিককে আসামি করে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় একটি ভবনে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় বাড়ির মালিক আব্দুর রাজ্জাক ঢালীকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করা হয়েছে। গতকাল রবিবার (২৫ মার্চ) রাতে এসআই (উপ-পরিদর্শক) কাজল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি মামুনুর রশিদ জানান, বিস্ফোরণের মাধ্যমে একজনকে হত্যা ও তিন জনকে আহত করার অভিযোগ এনে বাড়ির মালিক আব্দুর রাজ্জাক ঢালীকে আসামি করে মামলা করা হয়েছে। মামলাটি আমি নিজেই তদন্ত করবো।

উল্লেখ্য, শনিবার রাত দেড়টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি আইডিয়াল মোড় এলাকার জুট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ঢালীর মালিকানাধীন আরএস ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ছয়তলা ভবনের তয় তলার একটি কক্ষ পুরোটাই বিধ্বস্ত হয়। এ ঘটনায় তৌহিদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত ও তিন যুবক গুরুতর আহত হয়। হতাহতরা সবাই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী।

হতাহতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মনিরুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম (২৫)। একই উপজেলার নুরুল ইসলাম আকন্দের ছেলে শাহীন আকন্দ (২৪), নওগা জেলার মান্দা উপজেলার মান্দাইলপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে হাবিবুর রহমান (২৫) ও মাগুরা জেলার শালিখা উপজেলার দীঘল গ্রামের বিমল সরকারের ছেলে দীপ্ত সরকার (২৫)। তারা উপজেলার মাস্টাবাড়িস্থ স্কয়ার ইন্ডাস্ট্রিজে ইন্টার্ন করতে ১০ দিন আগে ওই ছয়তলা ভবনের তৃতীয় তলা ভাড়া নেয়।

এ ঘটনায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইরুজ্জামানকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য নিদের্শ দিয়া হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ২৬, ২০১৮ ১০:৫৯ পূর্বাহ্ণ