১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উত্তরা দুই নম্বর সেক্টর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, রাতে উত্তরা দুই নম্বর সেক্টর এলাকায় একটি বাস ওই ব্যক্তিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাতে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই ব্যক্তির পরনে ছাই রংয়ের প্যান্ট ছিল তবে গায়ে কিছু ছিল না। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৬, ২০১৮ ১০:৫৫ পূর্বাহ্ণ