বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :
সারা পৃথিবীতে তরুণদের কাছে আইফোন একটা ক্রেজ। সেই ক্রেজি আইফোন এবার আসছে ফোল্ডিং হয়ে। ২০২০ সাল নাগাদ এই ফোল্ডিং আইফোন বাজারে পাওয়া যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোর বরাত দিয়ে জানা গেছে, অ্যাপল তাদের এশিয়ার অংশীদারদের সঙ্গে একজোট হয়েছে ফোল্ডিং ফোন তৈরির উদ্যোগ নিয়েছে।
এর আগে এক প্রতিবেদনে জানা যায়, অ্যাপল ফোল্ডিং ফোন তৈরির জন্য প্যাটেন্ট নেয়ার জন্য আবেদন করেছে।
ফোল্ডিং আইফোন তৈরির জন্য অ্যাপলকে ফোল্ডিং ডিসপ্লে সরবরাহ করবে এলজি। সম্প্রতি এই দুইটি প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা পাকা হয়েছে। অ্যাপলের নতুন এই ফোল্ডিং ফোন ভাঁজ খুলে ট্যাবের মত ব্যবহার করা যাবে।
সিএনবিসির এক প্রতিবেদন অনুযায়ী, এলজি ইতোমধ্যে অ্যাপলের ফোল্ডিং ফোনের জন্য ফোল্ডেবল ওলিড প্যানেল তৈরির প্রাথমিক কাজ শুরু করেছে।
দৈনিক দেশজনতা/এন এইচ