১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৮

ইকুয়েডরে বাস দুর্ঘটনায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক:

ইকুয়েডরের পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় শনিবার এক বাস দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৫ আহত হয়েছে। বাসটিতে করে তারা ভ্রমণ করার সময় এটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ইকুয়েডর ট্রাফিক কমিশন জানায়, শনিবার স্থানীয় সময় বেলা ২টার দিকে জিপিজাপা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার সংস্থার এক বিবৃতিতে বলা হয়, এ সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার কথা জানা গেছে।
উল্লেখ্য, দেশটিতে প্রায় সড়ক দুর্ঘটনা প্রাণহানির ঘটনা ঘটে থাকে। গত সপ্তাহেও গয়াস প্রদেশে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত ও অপর ৫৪ আহত হয়। খবর এএফপি’র।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ১২:১৫ অপরাহ্ণ