১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪০

ইউরোপের আচরণ অস্বস্তিকর : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়া বলেছে, সাবেক দ্বৈত গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যাচেষ্টার ঘটনা কেন্দ্র করে ইউরোপীয় দেশগুলো মস্কোর সঙ্গে যে আচরণ করছে তা রাশিয়ার জন্য মারাত্মক অস্বস্তিকর।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউরোপীয় দেশগুলো দুর্বোধ্য ও আগ্রাসী আচরণ করছে। কিন্তু এটিই হচ্ছে সেই বাস্তবতা, যার সঙ্গে আমাদের বসবাস করতে হয়। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে এ বিষয়ে কাজ করার সময় রাশিয়া কখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগবে না।

ব্রিটেনের স্যালিসবুরি শহরের একটি বেঞ্চের ওপর গত ৪ মার্চ স্ক্রিপাল ও তার ৩৩ বছর বয়সী মেয়েকে অচেতন অবস্থায় পাওয়া যায়। বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। ব্রিটিশ সরকার দাবি করছে, রাশিয়ায় তৈরি নার্ভ গ্যাস-নোভিচক দিয়ে স্ক্রিপালের ওপর হামলা করা হয়েছে। লন্ডন সরাসরি এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছে।

রাশিয়া এ অভিযোগকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে। মস্কো বলছে, ব্রিটেনসহ যেসব দেশ এই গ্যাস নিয়ে গবেষণা করছে, সেগুলোর কোনো একটি দেশ থেকে এনে ওই হামলা চালানো হয়ে থাকতে পারে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ১২:১৩ অপরাহ্ণ