১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৫

শীতলক্ষ্যায় নৌকাডুবি: ৪ জনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ পাঁচজনের মধ্যে ৪ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দিনগত রাত ১২টা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত উপজেলার তারাব বাজারের সুলতানা কামাল সেতু এলাকার শীতলক্ষ্যা নদীর পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এরা হলেন- রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়ার আজিজুল মিয়ার ছেলে কারখানা শ্রমিক লতিফ (১৮), পূর্ব ধোলাইরপার এলাকার রবিউল মিয়ার ছেলে টেইলার্স শ্রমিক শরীফ (২৮), একই এলাকার নাসিরউদ্দিনের ছেলে জুতা ব্যবসায়ী তুষার (২৬) ও জয়নাল মিয়ার ছেলে ব্যবসায়ী বাবু (২০)।

তবে এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা এলাকার সিরাজুল ইসলামের ছেলে জসিম (২৮)। ঘটনাস্থল থেকে রূপগঞ্জ থানার এসআই সাইদুজ্জামান জানান, লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নিখোঁজ জসিমের খোঁজে তার পরিবারের সদস্যরা শীতলক্ষ্যা তীরে ভিড় করছেন। তাদের আহাজারিতে শীতলক্ষ্যার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাত নয়টার দিকে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় বাকিরা সাঁতরে তীরে এলেও ৫ জন নিখোঁজ ছিলেন। ঘটনার পর থেকে দমকল বাহিনী, পুলিশ ও স্থানীয়রা নদীতে উদ্ধার তৎপরতা চালায়। এরই মধ্যে এক এক করে লাশগুলো ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ৯:৫৭ পূর্বাহ্ণ