১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৫

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ইউনুস আলী (৪২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে নজরুল ইসলাম বাবু নামের আরো এক আরোহী। গতকাল শনিবার রাত সাড়ে সাতটার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের ভদ্রঘাট এলাকার মদিনা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী তাড়াশ উপজেলার নওগা ইউনিয়নের শাকুয়াদিঘী গ্রামের বাসিন্দা। এছাড়া আহত নজরুল ইসলাম একই ইউনিয়নের যুবলীগের প্রচার সম্পাদক।

নওগা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কেএম মনিরুজ্জামান জানান, তারা দুজন সিরাজগঞ্জ থেকে বাড়ির উদ্দেশে আসার পথে ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক ইউনুস আলী নিহত হন।। এ সময় স্থানীরা আহত নজরুল ইসলাম বাবুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে ভর্তি করেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মার্চ ২৫, ২০১৮ ৯:৫০ পূর্বাহ্ণ