১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩

লালপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালন

লালপুর (নাটোর) প্রতিনিধি :

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস- ২০১৮ দিবস পালিত হয়েছে। শনিবার (২৪ মার্চ )সকালে “নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের সহযোগিতায় যক্ষ্মা দিবস উপলক্ষ্যে একটি র‌্যালি ও আলোচন সভা অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আনছারুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, এমওডিসি ডাঃ মোঃ মুনজুরুল হক, উপজেলা ম্যানেজার, ব্র্যাক, মোঃ ফরহাদ হোসেন, টিএলসিএ সুব্রত কুমার দাস, স্বাস্থ্য পরিদর্শক মোঃ আবু কায়েস, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ফাকরুজ্জামান সরকার বুলবুল, হাবিল উদ্দিনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ও ব্র্যাক-লালপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ৬:০৬ অপরাহ্ণ