২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৩৮

অকল্যান্ডে তৃতীয় দিনে খেলা হলো মাত্র ১৭ বল

স্পোর্টস ডেস্ক: 
বৃষ্টির কবলে পড়েছে নিউজিল্যান্ড-ইংল্যান্ডের অকল্যান্ড টেস্ট। দিবা রাত্রির এই টেস্টের দ্বিতীয় দিন ২৩ দশমিক ১ ওভার খেলা হয়েছিলো। আর তৃতীয় দিন, আজ খেলা হলো মাত্র ১৭ বল। এসময় মাত্র ৪ রান যোগ করতে সমর্থ হয় নিউজিল্যান্ড। ফলে তৃতীয় দিন শেষে ৯৫ ওভারে ৪ উইকেটে ২৩৩ রান করেছে কিউইরা। ৬ উইকেট হাতে নিয়ে ১৭৫ রানে এগিয়ে স্বাগতিকরা।
প্রথম দিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২০ দশমিক ৪ ওভারে ৫৮ রানেই গুটিয়ে যায় সফরকারী ইংল্যান্ড। নিউজিল্যান্ডের দুই উদ্বোধণী পেসার ট্রেন্ট বোল্ট ৬ ও জেমস এন্ডারসন ৪ উইকেট নেন।
 এরপর ব্যাট হাতে নেমে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২২৯ রান করে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন ১০২ রান করেন। ৫২ রান নিয়ে হেনরি নিকোলস ও ১৮ রান নিয়ে উইকেটরক্ষক বিজে ওয়াটলিং ক্রিজে আছেন। ইংল্যান্ডের জেমস এন্ডারসন নিয়েছেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড : ৫৮/১০, ২০.৪ ওভার (ওভারটন ৩৩*, স্টোনম্যান ১১, বোল্ট ৬/৩২, সাউদি ৪/২৫)।
নিউজিল্যান্ড : ২৩৩/৪, ৯২.১ ওভার (উইলিয়ামসন ১০২, নিকোলস ৫২*, এন্ডারসন ৩/৫৩)।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ৬:০৮ অপরাহ্ণ