১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৬

আবার এক হওয়ার কথা ভাবছে পিট ও অ্যানিস্টন

বিনোদন ডেস্ক:

তারকাদের মধ্যে রিলেশনসিপ, ব্রেক আপ, ডিভোর্স, এসব নতুন কিছু নয়। কিন্তু ব্যাপারটা যখন হলিউডের হ্যান্ডসাম হাঙ্ক ব্র্যাড পিট এবং তার সাবেক স্ত্রীকে নিয়ে হয় তখন বিষয়টা আগ্রহেরই বটে। বিষয়টি অনেকটা সিনেমার গল্পের মতোই। পিটের সাবেক স্ত্রী হলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। এদিকে গত বছরই পিটের সঙ্গে ডিভোর্স হয়ে যায় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির। এর আগে অ্যানিস্টনের সঙ্গে বিয়ে হয়েছিলো এ অভিনেতার।

তবে সেটাও বেশিদিন টিকেনি। এবার দুই সাবেক ফের এক হচ্ছেন। ব্র্যাডের পিটের সঙ্গে অনেকটাই চুপিসারে ডেট করছেন তার সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টন। ২০০৫ সালে ডিভোর্সের পর ব্র্যাড পিট সম্পর্কে জড়ান জোলির সঙ্গে। সেই সম্পর্কের ইতি হওয়ার বেশ কিছুদিন ধরেই সিঙ্গেল ছিলেন ব্র্যাড পিট। এখন শোনা যাচ্ছে, অভিনেতা জর্জ ক্লুনির মধ্যস্থতায় দূরত্ব কমছে পিট ও অ্যানিস্টনের। তারা আবার একসঙ্গে হওয়ার কথা ভাবছেন। জানা গেছে তারও ফের বিয়ের পিড়িতেও বসতে পারেন। তবে সেটা কবে তা জানা যায়নি।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ২৪, ২০১৮ ১২:৫৪ অপরাহ্ণ