১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই উন্মুক্ত করেই পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পৌরনীতি প্রথমপত্র পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে নয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার সকালে নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়।

এই নয় পরীক্ষার্থীকে বহিষ্কার করেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এম আরাফাত হোসেন।

তিনি বলেন, পকেটে কাগজপত্র পাওয়া গেছে। দু’জনের কাছে বই পাওয়া গেছে। সে কারণে নয়জনকে বহিষ্কার করা হয়ছে। পরীক্ষার কক্ষগুলাতে এক ঝুড়ি বই পেয়েছি।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ শরীফ এনামুল কবীর বলেন, বহিষ্কার হওয়া নয়জনের মধ্য একজন ছাত্রী আর আটজন ছাত্র। শুক্রবার ২৩০ জন পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিয়েছিল।

প্রকাশ :মার্চ ২৩, ২০১৮ ৮:১৬ অপরাহ্ণ