১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৮

লালমনিরহাটে গাঁজাসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:

জেলার হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া এলাকা থেকে শুক্রবার ২০ কেজি গাঁজাসহ আব্দুল আজিজ ওরফে তোতলা আজিদ (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক আজিজ উপজেলার দক্ষিণ বাড়াইপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

হাতীবান্ধা থানার এসআই নুর আলম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর উপজেলার উত্তর পারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ আব্দুল আজিজ ওরফে তোতলা আজিদকে আটক করা হয়।

এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

প্রকাশ :মার্চ ২৩, ২০১৮ ৮:০৫ অপরাহ্ণ