১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

ওয়াটা কেমিক্যাল বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে

নিজস্ব প্রতিবেদক:

পুঁজিবাজারে বিনিয়োগের জন্য সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে ছিল ওয়াটা কেমিক্যাল লিমিটেড। ফলে সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই কোম্পানির শেয়ার মূল্যে বড় ধরনের উত্থান ঘটে।

অপরদিকে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় এক শ্রেণির বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় স্থান করে নেয় প্রতিষ্ঠানটি।

এদিকে কোম্পানিটির শেয়ার বিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় মূল্যে বেড়েছে। সপ্তাহজুড়ে ওয়াটা কেমিক্যালের শেয়ার মূল্য বেড়েছে ১৬ দশমিক ৬৭ শতাংশ। টাকার অঙ্কে বাড়ে ৪৬ টাকা ৭০ পয়সা।

সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩২৬ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ২৮০ টাকা ২০ পয়সা।

ওয়াটা কেমিক্যালের পরে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল স্টাইল ক্রাফট। সপ্তাহজুড়ে এই প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়েছে ১৩ দশমিক ২৪ শতাংশ। এর পরেই রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে এই প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ।

এছাড়া এই সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা সেলভো কেমিক্যালের ৬ দশমিক ৪৭ শতাংশ, ফাইন ফুডের ৫ দশমিক ৯৬ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৫ দশমিক ৭১ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৫ দশমিক ৭১ শতাংশ, পেনিনসুলা চিটাগংয়ের ৪ দশমিক শূন্য ৩ শতাংশ, ডরিন পাওয়ারের ৩ দশমিক ৭৭ শতাংশ এবং এসিআই লিমিটেডের ৩ দশমিক ৬৮ শতাংশ দাম বাড়ে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২৩, ২০১৮ ৬:৫৯ অপরাহ্ণ