১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

বন্দর সেরি বেগওয়ান যাচ্ছেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক:

মাতৃত্বজনিত বিরতির পর বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। শুটিং শুরু না হলেও নিয়মিত ব্যস্ত আছেন বিজ্ঞাপন ও অন্যান্য আয়োজনে। এবার একটি সাংস্কৃতিক দলের সঙ্গে যাচ্ছেন ব্রুনাই। ৪৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন, ব্রুনাই ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান হতে যাচ্ছে।

ব্রুনাইয়ের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল মাহমুদ হুসাইনের আমন্ত্রণে ২৬ মার্চ বিকেলে বন্দর সেরি বেগওয়ানের ইমপায়ার হোটেলের ইন্দিরা সমুদ্র হলে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন বাংলাদেশের শিল্পীরা। পরে ৩১ মার্চ ব্রুনাইয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘গালা নাইটে’ও অংশ নেবেন তারা।

এ সাংস্কৃতিক দলে থাকছে সৃষ্টি কালচারাল সেন্টার। সংগঠনের পরিচালক নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু বলেন, দেশাত্ববোধক নাচের পাশাপাশি ফোক গান ও ঐতিহ্যবাহী বাংলা চলচ্চিত্রের গান ও নৃত্য পরিবেশিত হবে। জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অনুষ্ঠানে অংশ নেবেন।

এ ছাড়া গান গাইবেন জিনিয়া লুইপা, স্বপ্নীল সজীব ও নৃত্যশিল্পী লাবণ্য। আরো অংশ নেবেন নৃত্যশিল্পী মুহতামিম-উল হক, মুশফিকুর রহমান, ইমদাদুল হক, লাবণ্য, কাজল, প্রমী ও সাবা। যন্ত্রসংগীতে থাকবেন—রূপতনু দাম, আলমগীর ও শুভ্র।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ২৩, ২০১৮ ৫:৫০ অপরাহ্ণ