১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৪

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ী এলাকায় এক তরমুজ ব্যবসায়ী ও শ্রীপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হামিদ ময়মনসিংহের নান্দাইল থানার চরলক্ষ্মীবালুচর এলাকার মো. রাশিদের ছেলে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বিনয় কুমার সরকার জানান, ভোর সাড়ে ৫টার দিকে তরমুজ ব্যবসায়ী আব্দুল হামিদ পিকআপে তরমুজ নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি পেছনে তাদের পিকআপের ধাক্কা দেয়।
এতে পিকআপের সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তরমুজ ব্যবসায়ী আব্দুল হামিদ ঘটনাস্থলে মারা যান। একপর্যায়ে চালক পিকআপ ফেলে পালিয়ে যায়।
পরে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই পিকআপটি আটক করে ফাঁড়িতে নেয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
অপর দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রঙ্গিলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট থানার গবড়াকুড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে নবী হোসেন (৬০।
মাওনা হাইওয়ে পুলিশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, শ্রীপুর উপজেলার রঙ্গিলাবাজার এলাকায় নবী হোসেন তার ছেলের ভাড়াবাড়িতে বেড়াতে আসেন।
বৃহস্পতিবার সকালে তিনি রঙ্গিলাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং তার পরিবারকে খবর দেয়া হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২২, ২০১৮ ২:৪২ অপরাহ্ণ