১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

গুলশানে মা-মেয়ে হত্যার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর গুলশানে চাঞ্চল্যকর গারো মা-মেয়ে হত্যার মূল পরিকল্পনাকারী সঞ্জিব চিরানসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার সন্ধ্যায় শেরপুরের নলিতাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুঠোফোন থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

এ ব্যাপারে দুপুর একটায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

মঙ্গলবার বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে খুন হন মা বেশেথ চিরান (৬৮) ও মেয়ে সুজাতা চিরান (৩৮)। ওইদিন দুপুর আড়াইটার দিকে বেশেথ চিরানের নাতি (বড় মেয়ের ছেলে) সঞ্জীব চিরান শেরপুরের ঝিনাইগাতি থেকে তিন বন্ধুসহ বেড়াতে আসে। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় দেখা যায় বেশেথ চিরানের নাতি সঞ্জীব চিরান ও তার তিন বন্ধুর বের হওয়ার দৃশ্য। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণের পর এই চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

বুধবার গুলশান থানায় নিহত সুজাতা চিরানের স্বামী আশীষ মানকিন অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলা নম্বর ২৫।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ২২, ২০১৮ ১১:৪৭ পূর্বাহ্ণ