লাইফ স্টাইল ডেস্ক:
সংসার জীবন কিংবা প্রেমের সম্পর্ক যাই হোক না কেন।এই দুই সম্পর্কের মধ্যে রাগ-অভিমান থাকবে এটা খুবই স্বাভাবিক।কিন্তু অভিমান নিয়ে বসে থাকলে তো চলবে না।সঙ্গীর রাগ ভাঙাতে হবে। প্রিয়জনের কাছে নিজের ভুল স্বীকার করা লজ্জার কিছু নেই। এতে সম্পর্ক আরো জোরালো হয়। এক অপরের জন্য হৃদ্যতা বাড়ে, আবেগঘন হয় ভালোবাসা।
আসুন জেনে নেই কীভাবে সঙ্গীর অভিমান ভাঙাবেন।
সরি বলুন
মুধর সম্পর্কে অভিমান থাকাটা অস্বাভাবিক কিছু নয়।তাই নিজে যদি ভুল করেন আর খারাপ ব্যবহারও করেন তবে সরি বলুন। এতে আপনার সঙ্গীর অভিমান ভেঙে যাবে।
খোলামেলা আলোচনা
যে বিষয়ে সমস্যা হয়েছে সেই বিষয়ে খোলামেলা আলোচনা করুন। খোলামেলা আলোচনাতে ভুল ভেঙে যাবে। এছাড়া সমস্যার বিষয়টি নিয়ে সমাধানে পৌঁছাতে পারবেন।
বিষয় বদলাতে দেবেন না
প্রায়ই দেখা যায় ঝগড়া বা মান-অভিমানে এক বিষয় থেকে কথা পরিবর্তন হতে হতে অন্য বিষয়ে চলে যায়। কোনোভাবেই বিষয়টি বদলাতে দেবেন না। কথা বলার সময় সাবধানে থাকুন, যাতে অপরপক্ষ কোনোভাবেই আপনার কথাকে কেন্দ্র করে আরও রেগে না যায়!
পাল্টা অভিযোগ করবেন না
ঝগড়া করার সময় আমাদের নিজেদের বাঁচানোর সবচেয়ে সাধারণ এবং পছন্দের উপায় হলো পাল্টা দোষারোপ করে বেরিয়ে পড়া। কখনোই পাল্টা অভিযোগ করবেন না।
সময় দিন
অনেক ক্ষেত্রে সময়ই হয় শ্রেষ্ঠ সমাধান। সঙ্গে সঙ্গে আপনি রাগ ভাঙাতে গেলে আপনার প্রিয়জন বুঝতে নাও চাইতে পারেন। তাকে একটু স্থির হতে দিন। হয়তো নিজেই সে বুঝতে পারবে আপনার কোনো দোষ নেই। অথবা মাথা ঠাণ্ডা হলে আপনার কথা গ্রহণ করা সহজ হবে তার পক্ষে।
গিফট
সঙ্গীর সঙ্গে যদি অভিমান করেই থাকে, তবে তার মান ভাঙানোর অন্যতম উপায় হচ্ছে বাসায় ঢোকার আগে গিফট নিয়ে যাওয়া। তবে তার পছন্দের কোনো জিনিস হলে ভালো হয়।