নিজস্ব প্রতিবেদক:
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সংগঠনের সহ-সভাপতি নবী উল্লাহ খান নবী ও তানভীর আদেল খান বাবুর গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ঢাকা মহানগরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘ত্যাগী ও সাহসী নেতা কর্মীদের নিয়ে আপনাদের কমিটি করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশ পেলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনের বিকল্প নেই।’
নজরুল ইসলাম খান বলেন, গ্রেফতার করে সরকারের শেষ রক্ষা হবে না। বিএনপির নেতাকর্মীদেরকে যত বেশি গ্রেফতার করা হবে এই সরকারের পতন তত তাড়াতাড়ি ত্বরান্বিত হবে।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, প্রতিটি স্বৈরাচার সরকারের শেষ ইচ্ছা থাকে বিচার বিভাগ নিয়ন্ত্রন করা। এই সরকার ও তাই করছে। কিন্তু বিএনপি বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে।
বর্তমান অবৈধ সরকার তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর মত আচরণ করছে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু তারা জানে না তাদের শেষ রক্ষা হবে না, তারা আর বেশিদিন টিকবে না। যেমন টেকেনি পাকিস্তানি শাসকগোষ্ঠী। এটাই ইতিহাস এটাই বাস্তবতা। আয়োজক সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, সংগঠনের সহ-সভাপতি ইউনুস মৃধা,সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।
দৈনিক দেশজনতা/এমএম