১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫২

দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেছে গৃহবধূর শরীর

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুর্বৃত্তের ছোড়া এসিডে এক গৃহবধূর শরীরের কিছু অংশ ঝলসে গেছে। শনিবার রাত সাড়ে ৯টায় উপজেলার সিমান্ত ঘেঁষা নাওডাঙ্গা ইউনিয়নের বালাতারী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বালাতাড়ি গ্রামের এমদাদুল হক বুলুর স্ত্রী রাশেদা বেগম (৩৭) বাড়ির পেছনের লিচু বাগানে বাঁদুড় তাড়াতে গেলে ঝোঁপের আড়ালে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এসিড ছুড়ে পালিয়ে যায়। রাশেদার চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার আবাসিক মেডিক্যাল চিকিৎসক শাকিল আহমেদ জানান, রাশেদার বাম হাতসহ শরীরের কিছু অংশ ঝলসে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

কাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, ‘এখনও মামলা রেকর্ড করা হয়নি। আমরা তদন্ত করছি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২৮, ২০১৭ ৫:১৭ অপরাহ্ণ