২২শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২৯

এবারের বিপিএলে খেলবেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক: 

বিপিএলের এবারের আসরে খেলতে পারবেন বলে জানালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি বুধবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলপুর ইউনিয়ন প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন।

তিনি আরও বলেন, পড়া লেখার পাশাপাশি মফস্বলে খেলাধুলা করে ভালো একজন ক্রিকেটার উঠে আসতে পারে। তাই মফস্বলে ক্রিকেট খেলাকে আরও প্রধান্য দিতে হবে।

সাবেক চেয়ারম্যান আবারক আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জের ছাতক উপজেলা চেয়ারম্যান ওলিউর রহমান বকুল, স্থানীয় চেয়ারম্যান আমির আলী ও থানার ওসি শামছুদ্দোহা পিপিএম।

নিজস্ব প্রতিবেদক:

 

 

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ৮:৫৭ অপরাহ্ণ