১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৬

আবারো এক ফ্রেমে হৃত্বিক-সুজান !

বিনোদন ডেস্ক:

হৃত্বিক রোশন এবং সুজান খানের মধ্যে থেকে দূরত্ব মুছে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে। সব বিরোধ মিটিয়ে ফের এক হচ্ছেন তারা। সম্প্রতি এমন গুঞ্জনই ঘোরাফেরা করছে বলিউড টাউনের অন্দরে। ঘটনাটা খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি গোয়ায় ছুটি কাটাতে যান হৃত্বিক রোশন। সাবেক স্ত্রী সুজানকে নিয়েই সেই ছুটি কাটাতে যান হৃত্বিক। আর সেখানেই একসঙ্গে সময় কাটাতে দেখা যায় হৃত্বিক এবং সুজানকে।

প্রসঙ্গত, গোয়ায় হৃত্বিক ছুটি কাটাতে যান ঠিকই কিন্তু, সেখানে দেখা যায়নি তাঁদের দুই ছেলে রেহান এবং হৃদানকে। আর এরপর থেকেই শুরু হয় জোর গুঞ্জন। তবে সঠিক উত্তর পাওয়ার জন্য অবশ্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে হৃত্বিককে এ বিষয়ে জিজ্ঞাসা করলে, তিনি এড়িয়ে যান।

অন্যদিকে ব্যক্তিগত কোনও প্রশ্নের জবাব দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন সুজান খান। এদিকে গত বছরও সুজানের সঙ্গে লন্ডনে ছুটি কাটাতে যান হৃত্বিক রোশন।সেখানে তাদের দুই ছেলেকে দেখা যায়। রেহান এবং হৃদানকে নিয়েই লন্ডন এবং ফ্রান্সে ছুটি কাটাতে যান বলিউডের এই হাই প্রোফাইল সাবেক দম্পতি।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ৫:৩৭ অপরাহ্ণ