১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১২

কূটনীতিকদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির সিনিয়র নেতারা। বুধবার বিকেল সোয়া চারটায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. মইন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন, রিয়াজ রহমান, আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, ফাহিমা নাসরিন মুন্নী, নির্বাহী সদস্য তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত রয়েছেন।

এদিকে বৈঠকে সৌদি আরব, সুইজারল্যান্ড, সুইডেন, স্পেনের রাষ্ট্রদূত এবং অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ডের ডেপুটি রাষ্ট্রদূত উপস্থিত রয়েছেন। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, ইউএস এইডের কান্ট্রি ডিরেক্টরসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এতে উপস্থিত রয়েছেন।

সম্প্রতি দলের সিনিয়র নেতারা গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ জরুরি বৈঠকে মিলিত হয়। ওই বৈঠকে কূটনীতিকদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়।

দৈনিকদেশজনতা/ এফ আর

প্রকাশ :মার্চ ২১, ২০১৮ ৫:২৩ অপরাহ্ণ